করোনা ভাইরাস: বিশ্ববিদ্যালয় বন্ধের জোর দাবি চবি শিক্ষক সমিতির

চবি প্রতিনিধি:
রবিবার, ১৫ মার্চ ২০২০ | ৯:২৬ অপরাহ্ণ | 271 বার পঠিত
চলতি বছরেই চবির পঞ্চম সমাবর্তন!

করোনাভাইরাস সংক্রমণ রোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনতিবিলম্বে বন্ধ ঘোষণার জন্য আবেদন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এছাড়াও শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের এ ভাইরাসের সচেতনতা তৈরিতে একটি ডকুমেন্টারি ও প্রচার করেছেন তারা।

আজ রবিবার (১৫ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ এমদাদুল হক।

এই সময় তিনি বলেন, আমরা গত ১২ মার্চ উপাচার্য দপ্তরে আবেদন পত্রটি পাঠিয়েছি। উপাচার্য না থাকায় এপ্রোভ করেনি। তবে পিএস’ এর মাধ্যমে বিষয়টি উপাচার্য জানতে পেরেছেন বলে নিশ্চিত হয়েছি। উনি আগামী কাল আসলেই আমরা বিষয়টি নিয়ে বসবো।

তিনি আরও বলেন, শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সচেতনতার চচট্টগ্রাম মেডিকেল কলেজ এর বিশেষজ্ঞ ডাক্তারের সাক্ষাৎকার সহ একটি ডকুমেন্টারিও তৈরি করেছেন। যা অলডেরি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাস বন্ধের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। তবে তাদের এই দাবির বিষয়ে কর্ণপাত করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে।

ক্লাস-পরীক্ষা নিয়মিত চলার কারণে প্রতিদিন শাটলে করে বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষার্থীরা। যেখানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী আসা-যাওয়া করেন। এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস করোনা ভাইরাসের সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। সাধারন শিক্ষার্থীরা জানিয়েছেন এখনই ক্লাস-পরীক্ষার মতো একাডেমিক কার্যক্রম বন্ধ না করা হলে করোনার ভয়াবহ ছোবলে ব্যাপক ক্ষতি হতে পারে।

মুক্ত ক্যাম্পাস/তামিম/জেডআর

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধকরোনার বিরুদ্ধে পারস্পরিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর