করোনায় স্পেনে একদিনে ৬৫৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | ১:৩৭ অপরাহ্ণ
করোনায় স্পেনে একদিনে ৬৫৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জন। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৪৫৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জন।

স্পেনে এ পর্যন্ত ৫ হাজার ৩৬৭ জন কোভিড-১৯ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এখনো চিকিৎসাধীন ৪০ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে ৩ হাজার ১৬৬ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

করোনায় স্পেনে একদিনে ৬৫৬ জনের মৃত্যু

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। ওয়ার্ল্ডওমিটারস এর সর্বশেষ পরিসংখ্যান অনুযাযী আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টা পর্যন্ত এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭২ হাজার ৩৩৭ জন। মারা গেছেন ২১ হাজার ৩০২ জন।

করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮৩ জন, আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন, মৃত্যু হয়েছে ৭ হাজার ৫০৩ জনের।

এ ছাড়া চীনে মোট ৮১ হাজার ২৮৫ জনের শরীরে ধরা পড়েছে নভেল করোনাভাইরাস, মারা গেছেন ৩ হাজার ২৮৭ জন।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধঢাকার সড়কে চলছে কড়াকড়ি
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় সড়কে সেনাবাহিনীর টহল