করোনায় মারা গেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০ | ৬:১৩ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী মহামারী করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাদুঘরের আরেক ট্রাস্টি সারওয়ার আলী। তিনি বলেন, করোনায় সংক্রমিত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সারওয়ার আলী জানান, সোমবার বিকেলে তারিক আলীর মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে নেয়া হবে। সেখানে ট্রাস্টি ও জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদন করবেন।

আসরের নামাজের পর বনানী কবরস্থানে দাফন করা হবে জিয়াউদ্দিন তারিক আলীকে।

জিয়াউদ্দিন তারিক আলী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বিগত দুই সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একাত্তরের যে গানের দল বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, সেই দলের সদস্য ছিলেন তারিক আলী। নিভৃতচারী এই মানুষটি জীবনভর নিজেকে রেখেছেন প্রচার থেকে দূরে।

যাদের অক্লান্ত পরিশ্রমে মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে উঠেছে তাদের একজন তারিক আলী। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই ছিল তার সারাজীবনের লড়াই।করোনায় মারা গেছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলী

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী মহামারী করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জাদুঘরের আরেক ট্রাস্টি সারওয়ার আলী। তিনি বলেন, করোনায় সংক্রমিত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

সারওয়ার আলী জানান, সোমবার বিকেলে তারিক আলীর মরদেহ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে নেয়া হবে। সেখানে ট্রাস্টি ও জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদন করবেন।

আসরের নামাজের পর বনানী কবরস্থানে দাফন করা হবে জিয়াউদ্দিন তারিক আলীকে।

জিয়াউদ্দিন তারিক আলী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বিগত দুই সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একাত্তরের যে গানের দল বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে, সেই দলের সদস্য ছিলেন তারিক আলী। নিভৃতচারী এই মানুষটি জীবনভর নিজেকে রেখেছেন প্রচার থেকে দূরে।

যাদের অক্লান্ত পরিশ্রমে মুক্তিযুদ্ধ জাদুঘর গড়ে উঠেছে তাদের একজন তারিক আলী। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই ছিল তার সারাজীবনের লড়াই।

পূর্ববর্তী নিবন্ধসিনহা হত্যা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা
পরবর্তী নিবন্ধবিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সংসদে ক্ষোভ