কবি ও সাংবাদিক মনসুর আলী স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯ | ৭:৩৮ অপরাহ্ণ | 209 বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী, কবি ও অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের সহ-সম্পাদক মনসুর আলীর অকাল মৃত্যুতে চবি সাংবাদিকতা বিভাগের এল্যামনাই এসোসিয়েশনের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুণি মিলানায়তনে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টায় শোক-সভা অনুষ্ঠিত হয়েছে।

মনসুর আলীর অকাল প্রয়াণে সভায় সমবেদনা প্রকাশ করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, মানব সমাজের প্রত্যেকেই মানবিক হতে হবে। ভবিষ্যতে আমাদের যেনো এরকম কারো অকাল মৃত্যুর সংবাদ শুনতে না হয় সে জন্য প্রস্তুতি নিতে হবে এখনি।

তিনি বলেন, আমাদের আত্মশুদ্ধির চেষ্ঠা করা দরকার। আমি নিজে যদি মানবিক হয়ে উঠি তবে এ দেশ অনেক এগিয়ে যাবে। আমাদের সমাজে আজ মানবিকতার বিশেষ প্রয়োজন। এ জন্য আমাদেরকে মানবিকতার বিষয়ে অনেক গুরুত্ব দিতে হবে। আমরা মানবিক গুণসম্পন্ন হয়ে উঠলে মনসুর আলীর মতো আর কারো অকালে ঝরে যেতে হবে না।

বিশেষ অতিথীর বক্তব্যে আর্টিক্যাল১৯ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সাল বলেন, আমরা সাধারণত মতামত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করি। কিন্তু এই শোকসভায় বক্তাদের বক্তব্যে যে সাংবাদিকদের কর্মক্ষেত্রে যে বিভিন্ন চাপের বিষয় এসেছে তা নিয়েও আমাদের কাজ করতে হবে। আর্টিক্যাল১৯ এর পক্ষ থেকে প্রধান অতিথির মাধ্যমে মনসুরের দুইভাইকে তাঁদের পরিবার ও মায়ের চিকিৎসার জন্য ১ লক্ষ ২০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিন খান এর সভাপতিত্বে ও এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় মজুমদারের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্যে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও এলামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক সহযোগী অধ্যাপক আবূল কালাম আজাদ, সাবেক শিক্ষাথী মনসুরের মৃত্যুর সুষ্ঠ তদন্ত দাবি করেন।

তিনি আরো বলেন, আমরা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ পরিবারের পক্ষ থেকে মনসুরের পরিবারের জন্য যতটুকু সহযোগিতা করা সম্ভব তা করবো।

এছাড়াও বিভাগের সাবেক শিক্ষক ডঃ আব্দুর রাজ্জাক খান, এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো ফজলুল করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফসার আহমেদ, বাংলা ট্রিবিউনের সিনিয়র সাব-এডিটর আবু তাহের ও প্রতিবেদক সাদিক অভি, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কাউসার শাহীন, আজিজুল ইসলাম, গোলাম রাসুল, বারেক কায়সার, আলমগীর খন্দকার, আনোয়ার রোজেন, ইমাদ বাপ্পি, মোহাম্মদ বাকের প্রমুখ সাংবাদিক মনসুর আলীকে নিয়ে তাঁদের বিভিন্ন স্মৃতি ও অনুভূতি প্রকাশ করেন।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সহসম্পাদক মনসুর আলী (৩৩) মরদেহ রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি ভাড়া বাসা থেকে গত ১৬ নভেম্বর উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, মনসুরের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর সম্পন্ন করে ঢাকায় এসে সাংবাদিকতায় যুক্ত হন। তিনি ২০১৩ সালে অর্থসূচক ডটকম-এ কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর ই-বার্তা ও টেকশহরে কিছুদিন কাজ করে দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ২০১৭ সালে তিনি বাংলা ট্রিবিউনে সাব-এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেন।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধইবিতে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধরাশেদ সরকার নামে এক কর্মকর্তা ঘুষের টাকাসহ গ্রেপ্তার