৪ শর্তে ‘এ’ লেভেল পরীক্ষা নেয়ার অনুমতি

এমসি রিপোর্ট
রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ | ৪:৪৯ অপরাহ্ণ
সরকারি হচ্ছে আরো ১৫ কলেজ

ব্রিটিশ কাউন্সিলের অধীনে ‘এ’ লেভেল এবং জিসিএসই পরীক্ষা চার শর্ত পূরণ করে আয়োজনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইংলিশ মিডিয়ামের এ পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে আগামী জানুয়ারি থেকেই শুরু করতে বলা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে বলে শর্ত দিয়েছে মন্ত্রণালয়।

আজ রবিবার (২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ পরীক্ষা নেয়ার অনুমতি দিয়ে ব্রিটিশ কাউন্সিলে চিঠি পাঠানো হয়েছে।

জানা গেছে, জানুয়ারি থেকেই ‘এ’ লেভেল পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ কাউন্সিল। জানুয়ারিতে পরীক্ষা শুরু করতে গত ৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিলো সংস্থাটি। তবে এ পরীক্ষার জন্য কয়েকটি শর্ত দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের দেয়া শর্তগুলোর মধ্যে, স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে অনুসরণ, সারাদেশের ৩৫টি ভেন্যুতে প্রতিদিন ১ হাজার ৬০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়েছে, পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীকে ৬ ফুট দূরে বসানোর ব্যবস্থা করতে শর্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শর্ত হিসেবে আরও বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সরকার পরীক্ষা নেয়ার অনুমতি বাতিল করতে পারবে। আর কোন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার দায় ব্রিটিশ কাউন্সিলকেই নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভিকারুননিসায় ভর্তি আবেদন শুরু
পরবর্তী নিবন্ধরাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে জখম