এমআইএসটি’র ভর্তি পরীক্ষা ১৮ মার্চ

এমসি রিপোর্ট
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ৮:০৪ অপরাহ্ণ
গুচ্ছ আবেদনে ফি দিগুণের বিষয়ে যা জানা গেল
ফাইল ছবি

মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ মার্চ এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৫ মার্চ পর্যন্ত। আবেদিন ফি ‘এ’ ইউনিট ৮০০ টাকা এবং ‘বি’ ইউনিট ১ হাজার টাকা। আগামী ১৫ মার্চ ঢাকায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৪ মার্চ প্রকাশ করা হবে।

আবেদন যোগ্যতা

২০১৮ ও ২০১৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া জিপিএ-৪ পেতে হবে। আর ২০২০ ও ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে ১৭ পয়েন্ট থাকতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন

এ ইউনিটে গণিত ৪০, পদার্থ ৩০, রসায়ন ২০ এবং ইংরেজি ১০ নম্বরের প্রশ্ন থাকবে। আর বি ইউনিটে অংকন এবং আর্কিটেকচার রিলেটেড বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধবইমেলা শুধু মেলা নয়, এটা একটা মিলন মেলা: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধগোটা বাংলাদেশ তোমার সঙ্গে আছে : তামান্নাকে শিক্ষামন্ত্রী