এমআইএসটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

এমসি রিপোর্ট
বুধবার, ১৭ মার্চ ২০২১ | ২:৩২ অপরাহ্ণ
মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ৫ মার্চ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অনুষদের ‘এ’ ইউনিটের এবং বেলা ২টা থেকে বিকেলে চারটা পর্যন্ত আর্কিটেকচারের ‘বি’ ইউনিটের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, পরীক্ষার ১১ দিন পর মঙ্গলবার রাতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকায় দেখা গেছে, ইঞ্জিনিয়ারিং অনুষদের ‘এ’ ইউনিটে ৬২০ জনকে এবং আর্কিটেকচারের ‘বি’ ইউনিটের ৩০ জনকে মেধা তালিকায় রাখা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ এসব শিক্ষার্থীদেরকে আগামী ২১ থেকে ২৪ মার্চের মধ্যে ভর্তি হতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা এবং ভর্তির নির্দেশনা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে admission.mist.ac.bd পাওয়া যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের নিয়ে ঝুঁকি নেওয়া হবে না: মাউশি মহাপরিচালক
পরবর্তী নিবন্ধ৪১তম বিসিএস: কারোর তাপমাত্রা বেশি হলে আলাদা কেন্দ্রে পরীক্ষা