এবার পেঁয়াজ বিক্রি করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯ | ৬:৫৬ পূর্বাহ্ণ | 324 বার পঠিত

সাম্প্রতিক সময়ে দেশে সবচেয়ে বেশি আলোচিত কৃষিপণ্যের নাম পেঁয়াজ। আকাশছোঁয়া দাম হওয়ায় বেড়েছে পেঁয়াজের ঝাঁজ ও কদর। দফায় দফায় দাম বেড়ে যাওয়ায় হালি কিংবা জোড়া হিসেবেও বিক্রি হচ্ছে পেঁয়াজ। অনেকে আবার খাবারে পেঁয়াজ না দিয়েই করছেন রান্না।

পেঁয়াজের এমন সংকট নিরসন ও জনগণের চাহিদা পূরণে এবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করবেন।

প্রাথমিকভাবে বন্দর-নগরীর পাঁচটি থানার অধীনে সপ্তাহে সাতদিন মাত্র ৪৫ টাকা কেজি দরেই পেঁয়াজ বিক্রি করবে পুলিশ। কোতোয়ালী থানা খুলশি, চাঁন্দগাও, পাহাড়তলী ও ইপিজেড থানার সামনে প্রতিদিন এক টন করে পেঁয়াজ বিক্রি করা হবে।

এ বিষয়ে কয়েকটি থানার সূত্রে জানা গেছে, ‌‘পেঁয়াজের দামের লাগাম টানতে আমরা মাঠে নেমেছি। আমরাও পেঁয়াজ বিক্রি করব। প্রতিদিন এক টন পেঁয়াজ আমরা নগরবাসীর কাছে বিক্রি করব। মাত্র ৪৫ টাকা কেজি দরে।

জানা যায়, পেঁয়াজ সংকট শুরু হওয়ার এক মাস পর গত ১৯ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরীতে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি।

মুক্ত ক্যাম্পাস/এএমআর

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ার ভিপি হলেন এক বাংলাদেশী
পরবর্তী নিবন্ধকুমিল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা