এবার গ্রিনল্যান্ড কিনতে না পেরে সফর বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ২১ আগস্ট ২০১৯ | ৫:১২ অপরাহ্ণ | 119 বার পঠিত
কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভ, সেনাবাহিনী নামানোর হুমকি ট্রাম্পের

ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি না হওয়ায় দেশটিতে রাষ্ট্রীয় সফর বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার টুইটারে তিনি প্রকাশ্যেই এ ঘোষণা দেন। এর আগে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। তাতেই ক্ষুদ্ধ হন ট্রাম্প।

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনতে চাওয়ার পর ডেনিশ প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসন ট্রাম্পের ওই প্রস্তাবকে ‘উদ্ভট খায়েশ’ বলে মন্তব্য করেন।

এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক হাস্যরসেরও সৃষ্টি হয়। এরপরই ট্রাম্প তার সফর বাতিলের ঘোষণা দিলেন। ট্রাম্প এক টুইটে বলেছেন, ডেনমার্ক সফরে যাওয়ার আর ইচ্ছা নেই তার।

আগামী ২ সেপ্টেম্বর ডেনমার্ক যাওয়ার কথা ছিল ট্রাম্পের। হোয়াইট হাউজের এক মুখপাত্রও মার্কিন প্রেসিডেন্টের ডেনমার্ক সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার (১৮ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গ্রিনল্যান্ড ডেনমার্কের জন্য একটি ‘অর্থনৈতিক বোঝা’ উল্লেখ করে ধনকুবের ট্রাম্প দাবি করেন, এটি একটি বিশাল রিয়েল এস্টেট (আবাসন) সংশ্লিষ্ট ব্যাপার। এটি নিয়ে অনেক কিছুই করা যায়। তবে, ট্রাম্পের এমন আগ্রহকে ‘উদ্ভট’ বলে প্রত্যাখ্যান করেন ডেনমার্কের প্রধানমন্ত্রী।

গ্রিনল্যন্ডের বাসিন্দারাও ট্রাম্পের এ প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন। দ্বীপের কুলুসুক এলাকার বাসিন্দা বেন্ট অ্যাবিলসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা (যুক্তরাষ্ট্র) আমাদের ১৮৬৭ সালেও কিনতে চেয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও চেষ্টা করেছিল কেনার। এখনো তারা এ কাজ করে যাচ্ছে। ট্রাম্পের এ ধরণের ইচ্ছাকে আধিপত্যকামী মানসিকতার বহি:প্রকাশ হিসেবে মনে করা হচ্ছে।

উত্তর আটলান্টিক এবং সুমেরু মহাসাগরের মধ্যবর্তী প্রায় ২১ লক্ষ ৬৬ হাজার বর্গ কিলোমিটারের গ্রিনল্যান্ডে ৫০ হাজারেরও বেশি মানুষের বসবাস। ডেনমার্কের ভৌগলিক সীমার অন্তর্গত হলেও ডেনমার্কবাসী স্বশাসনের অধিকার ভোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধসংসদের চতুর্থ অধিবেশন বসবে ৮ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধবোয়ালখালী পৌরসভার বাজেট ঘোষণা