এন্ড্রু কিশোরের চিকিৎসার সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০ | ৫:১৮ অপরাহ্ণ | 107 বার পঠিত

ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।

আশরাফুল আলম খোকন জানান, শিল্পীর চিকিৎসার পুরো বিষয়টি তদারকির জন্য ইতোমধ্যে (রবিবার দুপুরে) সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।

এর আগে সিঙ্গাপুর যাওয়ার আগে চিকিৎসার টাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন এন্ড্রু কিশোর। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দিন ৮ সেপ্টেম্বর গণভবনে তার কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। ওই টাকার চিকিৎসা শুরু করলেও পরে বিভিন্ন কেমো দেয়ার পর চিকিৎসা খরচ বেড়ে যায়। চিকিৎসার জন্য আর্থিক সংকটে পড়ে বাধ্য হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ শিল্পী বাধ্য হয়েই তিনি রাজশাহীতে তার ফ্ল্যাট বিক্রি করে দেন।

এর মধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসায় সংস্কৃতি মন্ত্রণালয় ৩ লাখ টাকার অনুদান প্রদান করে। এছাড়া বিদেশে তার চিকিৎসায় অর্থ যোগান দেওয়ার জন্য চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়।

ফেব্রুয়ারি মাসের শেষদিকে চিকিৎসা শেষ করে এন্ড্রু কিশোরের দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফেব্রুয়ারিতে দেশে ফেরা হচ্ছে না তার। চিকিৎসকরা জানান, এন্ড্রু কিশোরকে ছয়টি সাইকেলে ২৪টি কেমোথেরাপি দিতে হবে। ইতোমধ্যে ৪টি সাইকেলে তার ১৭টি কেমো সম্পন্ন হয়েছে। পঞ্চম সাইকেলের দ্বিতীয় কেমোথেরাপি চলছে।এখনও ৬টি কেমো বাকি।

মুক্ত ক্যাম্পাস/এসআর

পূর্ববর্তী নিবন্ধনাগরিকত্ব সংশোধনী আইন পাশের প্রয়োজন ছিল না: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধই-পাসপোর্ট পাওয়া যাবে আগারগাঁও, উত্তরা ও যাত্রাবাড়ীতে