এক বিড়াল থেকে অন্য বিড়ালে ছড়াচ্ছে করোনা!

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ | ৯:৩৬ অপরাহ্ণ | 187 বার পঠিত

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। এরই মধ্যে মার্কিন একদল গবেষক জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণ এক বিড়াল থেকে অন্য বিড়ালে শরীরে হতে পারে! ভয়ংকর ব্যাপার হচ্ছে, বিড়াল করোনায় আক্রান্ত হলেও এদের শরীরে কোনো উপসর্গ দেখা দেয় না। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন এবিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

গবেষকরা তাদের ল্যাবে তিনটি ভিন্ন বিড়ালকে করোনায় আক্রান্ত করেন। আর তিন দিন পরেই তাদের নিজেদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়তে দেখা যায়। আক্রান্ত বিড়ালটি যখন একটি সুস্থ বিড়ালের সঙ্গে কিছু দিনের জন্য মিলিত হয়, তখনই সেই সুস্থ বিড়ালটির শরীরে করোনা সংক্রমণ ঘটে।

তবে এই গবেষণায় কোনো পশুর শরীরেই অস্বাভাবিক তাপমাত্রা বা ওজন হ্রাসের মতো কোনো উপসর্গ দেখা দেয়নি। জানা যায়, নিউইয়র্কে করোনা আক্রান্ত হওয়া প্রথম দুটি বিড়ালের মাঝে হালকা শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা গিয়েছিল। যদিও সেই দুটি বিড়ালই এখন পুরোপুরি সুস্থ। এছাড়া নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানায় আটটি সিংহ ও বাঘের করোনা পজিটিভ হয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ এর বিস্তারে বিড়াল কোনো ভূমিকা রাখছে এমন কোনো প্রমাণ নেই।

প্রিয় পাঠক, দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথে ফেসবুক গ্র‌ুপে যুক্ত থাকুন: মুক্ত ক্যাম্পাস গ্রুপ

মুক্ত ক্যাম্পাস/এসপি

পূর্ববর্তী নিবন্ধঈদের ছুটি তিন দিন: কর্মস্থল ত্যাগে মানা
পরবর্তী নিবন্ধবড় ধরনের মানসিক স্বাস্থ্য সংকটের ঝুঁকিতে বিশ্ব: জাতিসংঘ