আজ এইচএসসিতে অনুপস্থিত ১৭ হাজার, বহিষ্কার ১৬

এমসি রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১ | ৯:০৩ অপরাহ্ণ
এইচএসসির অ্যাসাইনমেন্ট ২৩ আগস্টের মধ্যে পাঠানোর নির্দেশ
ফাইল ছবি

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সারাদেশে দুই শিফটে অনুষ্ঠিত হয়েছে এইচএসি ও সমমান পরীক্ষা। সকাল ১০ টায় শুরু হয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্রের পরীক্ষা। দেড়ঘণ্টার এ পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১২ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী। সারাদেশে একযোগে ১৫০৭ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। আজকের পরীক্ষায় মোট অংশ নেয় ৪ লাখ ৪৯ হাজার ৮৭৭ জন।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নয়টি শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে ২৪৫৯ জন, চট্টগ্রামে ৮৫২ জন, রাজশাহীতে ১৬২৪ জন, বরিশালে ৯২২ জন, সিলেটে ৮৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়াও দিনাজপুরে ১৯১৩জন, কুমিল্লায় ১৩৮২ জন, ময়মনসিংহে ৬৯৮ জন এবং যশোরে অনুপস্থিতির সংখ্যা ১৬৫৫ জন। তবে এ পরীক্ষায় বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ও ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র পরীক্ষা। সারাদেশে ১৫০৭ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় কোনো শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা ঘটেনি। কিন্তু এ পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫ হাজার ২১ জন।

এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে ১৫৫০ জন, চট্টগ্রামে ৫৪৭ জন, রাজশাহীতে ৫১৩ জন, বরিশালে ৩৭৬ জন, সিলেটে ১৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়াও দিনাজপুরে ৪৮২জন, কুমিল্লায় ৭৯১ জন, ময়মনসিংহে ১৮০ জন এবং যশোরে অনুপস্থিতির সংখ্যা ৩৯৬ জন। তবে এ পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ১৫ ও বরিশালে একজন শিক্ষার্থীকে অনৈতিক পন্থা অবলম্বন করায় বহিষ্কার করা হয়েছে।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধবুয়েটের সকল শিক্ষার্থী পাচ্ছে স্মার্ট আইডি কার্ড
পরবর্তী নিবন্ধভিকি-ক্যাটরিনার বিয়ে সম্পন্ন, ছবি ভাইরাল