ঈদের অগ্রিম বাসের টিকিট বিক্রি শুরু

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদন
শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ | ১২:৪৭ অপরাহ্ণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেসরকারি বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (২৬ জুলাই)।

বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির গত ১৬ জুলাই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ৬টায় টিকিট বিক্রি শুরু হয়।

জানা যায়, ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।

প্রতি বছর ঈদযাত্রার বাসের আগাম টিকিট বিক্রিতে বিস্তর অভিযোগ থাকে যাত্রীদের। ঈদের আগে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া যায়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ঈদপ্রস্তুতি সভায় অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অতীতে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও তা কাজে আসেনি।

বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফারুক তালুকদার সোহেল জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে টিকিট দেওয়া হবে। যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ বিক্রি চলবে।

উল্লেখ্য, চাঁদ দেখার উপর নির্ভর করছে আগামী ১২ আগস্ট ঈদুল আজহার উদযাপন। ঈদের আগে শেষ কর্মদিবস ৮ আগস্ট। ধারণা করা হচ্ছে ৮ ও ৯ আগস্ট টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।

মুক্ত ক্যাম্পাস/জেডআর

পূর্ববর্তী নিবন্ধচীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ