ঈদে তিন দিনের বেশি ছুটি নয়

এমসি রিপোর্ট
সোমবার, ০৩ মে ২০২১ | ৬:৩০ অপরাহ্ণ
আজ পবিত্র ঈদুল আযহা, ঈদ মোবারক
আসন্ন ঈদুল ফিতরের সময় শিল্প-কারখানায় তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আগামী ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে বলেও জানান তিনি।

সচিব বলেন, আগামী ১৪ মে শুক্রবার ঈদ হতে পারে। অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়েছে। আরেক দিন বৃহস্পতিবার।

তিনি বলেন, বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা এই তিনের বাইরে বন্ধ দিতে পারবে না। ফলে, বৃহস্পতি, শুক্র ও শনি—এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না।

সরকারি অফিস বন্ধ থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না- জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেগুলো যেভাবে আছে, সেগুলো সেভাবেই থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ৬৫ মৃত্যু, শনাক্ত ১৭৩৯
পরবর্তী নিবন্ধএমপিও শিক্ষকদের বেতন-বোনাস ছাড়