ইবিতে সশরীরে ক্লাস শুরু ২৫ অক্টোবর

ইবি প্রতিনিধি :
সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | ৫:০১ অপরাহ্ণ
ইবির ৬ বিভাগে নতুন সভাপতি নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ ১৯ মাস পর ২৫ অক্টোবর থেকে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে। আজ সোমবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, ২০ অক্টোবর সশরীরে ক্লাস শুরুর কথা থাকলেও সেদিন ঈদে মিলাদুন্নবীর ছুটি রয়েছে। এছাড়া ২১ ও ২২ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৪ অক্টোবর গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হল খোলায় ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ক্লাস শুরু হলে এটি পূর্ণতা পাবে।

প্রসঙ্গত, এর আগে গত ৯ অক্টোবর অন্তত এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে আবাসিক শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধ১৯ মাস পর খুললো চবির হল, দারুণ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধখুলনা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলেছে