নবীনের পদচারণায় মুখর ইবি প্রাঙ্গণ

শাহীন আলম, ইবি প্রতিনিধি:
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০ | ৬:০৫ অপরাহ্ণ | 386 বার পঠিত
নবীনের পদচারণায় মুখর ইবি প্রাঙ্গণ

দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। স্বাধীন বাংলাদেশের প্রথম এই বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই অতিক্রম করেছে একাডেমিক শিক্ষার একচল্লিশ বছর।

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টিতে শুরু হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের পদচারণা।  আজ রবিবার (২৬ জানুয়ারি) ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে শুরু হয় তাদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক পথচলা।

প্রতিটি শিক্ষার্থীর কাছেই স্বপ্নের নাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটুকরো সবুজ প্রাঙ্গণ। আর ভর্তিযুদ্ধ নামক স্নায়ুযুদ্ধে জয়ী যোদ্ধাদের কাছে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনটি বরাবরই জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি দিন। সেই থেকেই শুরু হয় রঙিন স্বপ্ন বুনন এবং জীবনকে সাজানোর নানান পরিকল্পনা। প্রায় ৬৩ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে এবছর ভর্তির সুযোগ পায় ২ হাজার ৩৭৫ জন ইবিয়ান। যাদের সকলেই এখন ব্যস্ত সময় অতিবাহিত করছে নতুন সহপাঠী এবং বন্ধুদের সাথে পরিচিত হতে।

সেই সাথে প্রতিটি বিভাগ বরণ করে নিয়েছে তার নবীন শিক্ষার্থীদের। শুরু হয়েছে ওরিয়েন্টেশন ক্লাস। নবীনদের বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন বিভাগীয় শিক্ষক, প্রবীণ শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা ফুল দিয়ে বরণ করে নিয়েছে নিজ বিভাগের নবীন শিক্ষার্থীদের। ক্যাম্পাস ভাবনা, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এ নিয়েও আলোচনা চলছে নবীনদের মাঝে। যেন নতুন এক উৎসবে মেতেছে ১৭৫ একরের ইবি প্রাঙ্গন।

চারুকলা বিভাগের নবীন শিক্ষার্থী শিহাব আহমেদ, গণিত বিভাগের মেহেদী হাসান, পরিসংখ্যান বিভাগের আয়েশা সিদ্দিকা, বায়োলজি এন্ড জেনেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অনিকা তাবাসসুম এর ভাষ্য মতে, ছোট বেলা থেকেই স্বপ্ন ছিলো একটি নিজস্ব ক্যাম্পাসের। আর সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে। এমন একটি সুন্দর এবং গোছানো ক্যাম্পাস যা প্রতিটি শিক্ষার্থীকেই করবে মন্ত্র মুগ্ধ। আজ সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পেরে আমরা সবাই গর্বিত। প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো একজন মানুষ হয়ে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কাছে তুলে ধরতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়কে।’

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/শাহীন/টিআর

পূর্ববর্তী নিবন্ধশাবির পরিবহনপুলে যুক্ত হলো ৩ বাস
পরবর্তী নিবন্ধবাংলাদেশ তৃতীয় ফাইবারে সংযুক্ত হওয়ার পথে-বিমান প্রতিমন্ত্রী