ইবি প্রক্টর হিসেবে ড. মাহবুবের হ্যাট্রিক

শাহীন, ইবি প্রতিবেদক:
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৯ | ৭:০১ অপরাহ্ণ | 158 বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইতিহাসে প্রথম বারের মতো টানা তৃতীয় মেয়াদে প্রক্টর হিসেবে মনোনয়ন পেয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার (০৮ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. হরুন উর-রশিদ আসকারী আনুষ্ঠানিক ভাবে অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে প্রক্টর হিসেবে মনোনয়ন দিয়েছেন।

উপাচার্যের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

এর আগে ২৬ আগস্ট গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রক্টর পদ থেকে অব্যাহতি চেয়ে উপাচার্যের নিকট আবেদন পত্র জমা দেন। আর তারই পরিপ্রেক্ষিতে ০৮ সেপ্টেম্বর তাকে ভারপ্রাপ্ত প্রক্টর পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

তবে উল্লেখ্য যে, ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে একান্ত, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় অধ্যাপক ড. আনিছুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

মুক্ত ক্যাম্পাস/শাহীন/এমআর

পূর্ববর্তী নিবন্ধকুবি প্রেস ক্লাবের এগারো সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধবেরোবিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাবের উদ্যোগে সোহরাওয়ার্দীর জন্মবার্ষিকী উদযাপিত