ইদের পর ইবি’র স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা

শাহী আলম, ইবি প্রতিনিধি :
শনিবার, ১৯ জুন ২০২১ | ৮:২৫ অপরাহ্ণ
ইবির ৬ বিভাগে নতুন সভাপতি নিয়োগ

বৈশ্বিক মহামারী করোনায় আটকে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ও স্নাতকোত্তর সকল বর্ষের পরীক্ষা আসন্ন ইদুল আযহার পর অনুষ্ঠিত হবে।

আজ শনিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ১২০তম একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরীক্ষা অনলাইনে বা সশরীরে এ বিষয়ে বিভাগসমূহ তাদের একাডেমিক কমিটিতে সিদ্ধান্ত নিবে বলে একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান জানান, পরিস্থিতি ভালো থাকলে ইদের এক সপ্তাহ পরে পরীক্ষা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যায় প্রশাসন। প্রথমে মাস্টার্সের সকল বিভাগের পরীক্ষা হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচাকরি হারানোর আতঙ্কে বেসরকারি কলেজের চার হাজার শিক্ষক
পরবর্তী নিবন্ধ৫৩ দিন পর বাসায় ফিরেছেন খালেদা জিয়া