ইবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইবি প্রতিনিধি:
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ | ৭:৪৭ অপরাহ্ণ | 118 বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী’র নিকট আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল হস্তান্তর করা হয়।

ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফ, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ফ.ম. আকবর হোসাইন, ‘এ’ ইউনিট সমন্বয়কারী ও আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. লোকমান হোসাইন, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম এবং ছাত্র উপদেষ্টা ও ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ নভেম্বর ‘এ’ ইউনিটের (থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৪০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ হাজার ২২৩ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে ১ হাজার ৮৮০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। আর এতে উত্তীর্ণ হয়েছেন ৪৬৪ জন ভর্তিচ্ছু এবং পাশের হার ২৫ শতাংশ।

উল্লেখ্য, ফলাফল সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.iu.ac.bdএ পাওয়া যাবে।

মুক্ত ক্যাম্পাস/শাহীন/টিআর

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্য টিকবে না বলে মনে করে অর্ধেক ব্রিটিশ নাগরিক
পরবর্তী নিবন্ধনওগাঁয় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তা নিহত