ইবিতে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ নাটক মঞ্চায়ন

শাহীন আলম, ইবি প্রতিবেদক:
বুধবার, ২৮ আগস্ট ২০১৯ | ১০:৪৩ অপরাহ্ণ | 163 বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টায় মঞ্চায়ন হয়েছে নাটক “মৃত্যুঞ্জয়ী মুজিব”।

“নাটক আপনার জীবন হোক, জীবন যেন নাটক না হয়” প্রতিপাদ্যকে সামনে রেখে কৌশিক আহমেদ এর রচনা ও নির্দেশনায় ইবি থিয়েটার বাংলা মঞ্চে নাটকটি প্রযোজনা করেছে।

নাটকটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন এবং মুক্তিযুদ্ধের খন্ড চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতার উন্মেষ ঘটাতে এই নাটকের মাধ্যমে একটি বার্তা প্রদান করা হয়েছে।

নাটকটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন অনি আতিকুর রহমান এবং ইয়াহিয়ার চরিত্রে অভিনয় করেন নুরুজ্জামান সাগর নামের বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

এছাড়াও নাটকের বিভিন্ন ভূমিকায় অভিনয় করেন কৌশিক, মোনালিসা, নিশাত উর্মি, ইমরান, নাহিদ, ফাহিম, শিমু, ইসতিয়াক, ইরানি মোসাদ্দেক এবং রেজওয়ান।

নাটকটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি এম.এম রবিউল ইসলাম পলাশ, বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বনি।

মুক্ত ক্যাম্পাস/শাহীন/রানা

পূর্ববর্তী নিবন্ধবেনাপোলে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
পরবর্তী নিবন্ধইবিতে ‘ব্যবসা পরিচালনায় চুক্তি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার