ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে বাংলাদেশ টিমের দরকার ৮৯

স্পোর্টস ডেস্ক
শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ | ১০:০৯ অপরাহ্ণ | 123 বার পঠিত

বাংলাদেশ-ভারত ঐতিহাসিক টেস্ট ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে বাংলাদেশ টিমের দরকার আরও ৮৯ রান।

২য় দিন শেষে, দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেটে ১৫২ রান। ৫৯ রান করে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ উইকেটের পতন ঘটে তাইজুল ইসলামের আউট দিয়ে। উমেশের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ১১ রানে ফেরেন তিনি।

এছাড়া দ্বিতীয় ইনিংসের শুরুতেই শুন্য রানে ইশান্ত শর্মার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন শাদমান ইসলাম। এরপর, অধিনায়ক মুমিনুলও ফেরেন শুন্য রানে। প্রথম ইনিংসের মত এই ইনিংসেও ব্যর্থ মিথুন। এবার করলেন মাত্র ৬ রান। আর, ইমরুলের ব্যাটও ব্যর্থ। ৫ রান করে ইশান্তের বলে খোঁচা মেরে স্লিপে কোহলির হাতে ক্যাচ দেন। দলীয় ১৩ রানেই বাংলাদেশের ৪ উইকেট নেই।

এরপর, মাহমুদুল্লাহ ও মুশফিক মিলে সামাল দেয়ার চেষ্টা করেন। তাদের দুজনের ৬৯ রানের জুটিতে কিছুটা হলেও রক্ষা পায় টিম টাইগার্স। কিন্তু, এরপর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে মাহমুদুল্লাহ। লিটন দাসের বদলি হিসেবে খেলতে নামা মেহেদী মিরাজও ব্যর্থ। ১৫ রান করে ইশান্তের বলে আউট হন তিনি। তবে, এরইমধ্যে ফিফটি তুলে নিয়েছেন মুশফিক।

প্রথম ইনিংসে ২৪১ রানের বড় লিড নেয় স্বাগতিকরা। অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪৭ তুলে প্রথম ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। কলকাতার ইডেন গার্ডেন্সে ৬৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকরা। আজিঙ্কা রাহানের সাথে ৯৯ রানের জুটি গড়েন কোহলি। দিনের প্রথম ব্রেক থ্রু দেন তাইজুল। ৫১ রান করে আউট হন রাহানে। অধিনায়ক বিরাট কোহলি তুলে নেন ক্যারিয়ারের ২৭ তম সেঞ্চুরি। লাঞ্চ ব্রেকের পর রবীন্দ্র জাদেজাকে ফেরান রাহী।

ব্যক্তিগত ১৩৬ রানে তাইজুলের দুর্দান্ত ক্যাচে পরিণত হন কোহলি।

অশ্বিন, উমেশ যাদব আর ইশান্ত শর্মাকে দ্রুত ফেরান টাইগার বোলাররা। শেষ পর্যন্ত ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

প্রথম ইনিংসে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ভারত।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধস্বপ্ন যখন কীর্তনখোলার বরিশাল বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধবেরোবিতে পরীক্ষায় নকল করতে গিয়ে আটক এক