ইতালিতে মুসলিমদের ওপর হামলার পরিকল্পনা, গ্রেপ্তার দুই

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ | ৬:৫০ পূর্বাহ্ণ

ইতালিতে মুসলমানদের ওপর ও মসজিদে ভয়াবহ হামলার পরিকল্পনা নিয়েছিল সেদেশের উগ্রপন্থী ফার রাইট খ্রিস্টানরা।

এজন্য তারা মজুদ করেছিল বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও ডেটোনেটর। মুসলিমরা যখন নামাজে থাকবে তখন পুরো মসজিদ উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিলো তাদের।

খ্রিস্টানদের এ ভয়াবহ হামলার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়াতে ভয়ানক এক বিপদ থেকে রক্ষা পেল ইতালির মুসলিরা।

স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত দুই খ্রিস্টান মৌলবাদী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ইতালি পুলিশ।

ইতালি পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানী রোম থেকে ১৮৬ কিলোমিটার উত্তরে সিয়ানা এরিয়ায় একযোগে মুসলমানদের গ্রান্ড মসজিদে হামলার পরিকল্পনা করে এসব উগ্র মৌলবাদী ফার রাইট খ্রিস্টানরা।

পরে ইতালির ফ্লোরেন্স ও সিয়ানা এলাকার পুলিশের বিশেষ ইউনিট অভিযান চালিয়ে অস্ত্র,গোলাবারুদ সহ ফার রাইট গ্রুপের দুই খ্রিস্টানকে গ্রেফতার করে, তবে গ্রেফতারকৃতদের নাম এখনো জানানো হয়নি।

মুক্ত ক্যাম্পাস/এএমআর

পূর্ববর্তী নিবন্ধডা. শামা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে যশোরে মানববন্ধন
পরবর্তী নিবন্ধআ’লীগের আন্তর্জাতিক টেকসই উন্নয়ন কনফারেন্স ২৭-২৮ নভেম্বর