ইতালিয়ান ফুটবল লিগ দর্শক ছাড়াই খেলার নির্দেশ

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০ | ১০:৩৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বিবেচনায় ইরানকে পেছনে ফেলেছে ইতালি। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ১০৭ জনের। সংক্রমিত মানুষের সংখ্যা ছাড়িয়েছে তিন হাজার। এরই মধ্যে দেশটির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে জানিয়ে দিয়েছেন, আগামী দশ দিন জন্য সব স্কুল বন্ধ থাকবে। এবার দর্শক ছাড়াই সিরি আ’ খ্যাত ইতালিয়ান ফুটবল লিগ চালানোর ঘোষণা এলো।

২০১৮ বিশ্বকাপের পর জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগীজ ফরোয়ার্ড ইতালিতে পাড়ি জমানোর পর থেকেই ফুটবল প্রেমীদের বাড়তি দৃষ্টি দেশটির ফুটবলের সর্বোচ্চ লিগে।

এদিকে ইতালিয়ান কাপে জুভেন্টাস বনাম এসি মিলান ও ইন্টার মিলান বনাস নেপোলির খেলা আগেই স্থগিত করা হয়েছিল। এখনও ঘোষণা করা হয়নি নতুন সূচি।

বুধবার সরকারের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে জানানো হয়, ‘পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দর্শক ছাড়াই খেলার ইভেন্টগুলো চালাতে হবে। সংক্রামক রোধ করার জন্যই এমন নির্দেশনা দেয়া হলো।’

এদিকে প্রতিটি দলের নিজস্ব খেলোয়াড়, কর্মচারী ও কর্মকর্তাদের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়ে সরকারের পক্ষ থেকে।

আগামী ১৪ ও ১৫ মার্চ ইতালিতে ইংল্যান্ড নারী ও পুরুষ রাগবি দল খেলার কথা ছিল। সিক্স নেশন নামের এই টুর্নামেন্টের ম্যাচগুলো স্থগিত করার ভাবনায় রয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ২৮৫ জন। সংক্রমিত মানুষের সংখ্যা ৯৩ হাজারের বেশি। তবে চীনে মৃত ও সংক্রমিত মানুষের সংখ্যা কমতে শুরু করেছ।

মুক্ত ক্যাম্পাস/এসআর

পূর্ববর্তী নিবন্ধমধ্যরাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র চবি
পরবর্তী নিবন্ধগবেষণা দেশের কাজে লাগছে কী না তা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী