বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০ | ৮:২১ পূর্বাহ্ণ | 123 বার পঠিত
আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লির ঢল

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ শুক্রবার (১৭ জানুয়ারি) টঙ্গী তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে শুরু হচ্ছে। বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু হয় প্রাক প্রস্তুতি বয়ান। বিকাল থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। আগামী রবিবার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ২০২০ সালের বিশ্ব ইজতেমা।

দ্বিতীয় পর্বে অংশ নিতে মাওলানা সা’দ কান্ধলভী মনোনীত দিল্লির নিজামুদ্দিন মারকাজের ৩২ সদস্যের জামাত ইতোমধ্যে ময়দানে এসে পৌঁছেছেন। এ জামাতের নেতৃত্বে রয়েছেন শুরা সদস্য মাওলানা আবদুস সাত্তার। এ জামাতকে অভ্যর্থনা জানান বাংলাদেশের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও মুফতি ইজাহার আহমেদ। এদিন ইজতেমার বিভিন্ন দায়িত্বে নিয়োজিতদের উদ্দেশে বিশেষ বয়ান (নজমের বয়ান) করেন ভারতের মাওলানা মুফতি রিয়াজুর রহমান।

এছাড়া বিভিন্ন দায়িত্ব সম্পাদনের জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন কমিটি করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, দ্বিতীয় পর্বেও প্রথম পর্বের মতো নিরাপত্তা ব্যবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট হাজার সদস্য নিয়োজিত থাকবেন।

এর আড়ে গত ১২ জানুয়ারি রবিবার সকাল ১১টার পর শুরু হয়েছে আখেরি মুনাজাত। মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ। আখেরি মুনাজাতকে কেন্দ্র করে তুরাগতীরে মুসল্লিদের সঙ্গে যোগ দিয়েছেন রাজধানী ও আশেপাশের জেলার মানুষ। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।

সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, উত্তরা ৫নং সেক্টর থেকে শুরু করে আব্দুল্লাপুর, টঙ্গীর প্রধান সড়কে লাখো মুসল্লির ভিড়। তাদের পদচারণা আর আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত চারপাশ।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/এমআর

পূর্ববর্তী নিবন্ধ৪৫ এ পা রাখল ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থা ব্রানাস
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে কিশোর অপরাধ, অস্তিত্ব খুঁজে পাচ্ছেনা পুলিশ