বুদ্ধিজীবী দিবসে ইএলডিসির আয়োজন ক্যারিয়ার-এক্স

কুবি প্রতিনিধি
শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | ২:০১ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) এবং বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার( বিওয়াইএলসি) এর সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয় বিওয়াইএলসি’র সিগনেচার প্রোগ্রাম ‘ক্যারিয়ার এক্স’ এর দুইদিনব্যাপী অফলাইন সেশন। ১৪ই এবং ১৫ই ডিসেম্বর সাইন্স ফ্যাকাল্টির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম। সেশনগুলোতে দুইদিনে কুবির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মূলত বিওয়াইএলসি’র এই সিগনেচার প্রোগ্রাম অর্থাৎ ক্যারিয়ার এক্স’র মূল্য দুই হাজার টাকা। যা কুবির শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। দুইদিনব্যাপী সেশনের বিষয় ছিল রেজিউমি মেকিং, টিম ফর্মিং, কেইস সলভিং, মক ইন্টারভিউ ফেসিংসহ আরো গুরুত্বপর্ণ বিষয়। স্পিকার হিসেবে ছিলেন বিওয়াইএলসি’র স্বনামধন্য ট্রেইনারগণ। বিপুল পরিমাণ শিক্ষার্থীর অংশগ্রহণে স্পিকারসহ বিওয়াইএলসি’র এক্সিকিউটিভরা কুবি শিক্ষার্থীদের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আরও ভালো ভালো প্রোগ্রাম লঞ্চ করার ব্যাপারে আশ্বাস দিয়ে গেছেন। কুবিতে এমন প্রফেশনাল প্রোগ্রাম পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

এই প্রোগ্রাম নিয়ে ইএলডিসি’র প্রতিষ্ঠাতা জহির রায়হান বলেন,’ইএলডিসি গত আড়াই বছরের বেশী সময় ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের এক নতুন ধারা সংযুক্ত করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় এবারের ক্যারিয়ার এক্স প্রোগ্রামের আয়োজন। কুবিয়ানদের আগামীর চাকরির বাজারে দক্ষ প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে মাসব্যাপী এ ট্রেনিং প্রোগ্রাম ভালো ভূমিকা রাখবে।’
ইএলডিসি’র বর্তমান পরিচালক মেহেদী হাসান বলেন, ‘চাকরিক্ষেত্রে প্রয়োজনীয় এবং উল্লেখযোগ্য দক্ষতাসমূহ বৃদ্ধির জন্য এই পুরো প্রোগ্রামটি শিক্ষার্থীদের অনেক সহায়তা করেছে৷ বর্তমানের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে টিকিয়ে রাখতে দলীয় কাজ, ক্রিটিকাল থিংকিং, উপস্থাপন এবং যোগাযোগ দক্ষতার বিকাশ এবং চর্চা অপরিহার্য। আশা করি, ইএলডিসি এবং বিওয়াইএলসি’র সহযোগিতায় পরিচালিত এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের মানসিকভাবে এগিয়ে রাখবে এবং কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিতে সহায়তা করবে।’
এছাড়াও প্রোগ্রাম নিয়ে ইএলডিসি’র ডেপুটি ডিরেক্টর ( এইচ আর & অ্যাডমিন) সামিউল ইসলাম জিসান বলেন, ‘বর্তমানে শুধু একাডেমিক পড়াশোনা কখনোই ভালো ক্যারিয়ার গড়ার ব্যাপারে নিশ্চয়তা দেয় না। তাই পড়াশোনার পাশাপাশি প্রয়োজন একবিংশ শতাব্দীর দক্ষতাগুলো যা শিক্ষার্থীদের সহায়তা করবে একজন যোগ্য মানবসম্পদ হিসেবে তৈরী হতে। দুইদিন ব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহ ছিলো ব্যাপক। বিওয়াইএলসি’র স্বনামধন্য প্রশিক্ষকরাও আবার কুবিতে আসার আগ্রহ প্রকাশ করেছেন৷ ইএলডিসি এর মাধ্যমে কুবিকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ওরিয়েন্টেড ক্লাবগুলোর মধ্যে এন্ট্রপ্রেনিউরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) বর্তমানে স্বনামধন্য একটি ক্লাব। দীর্ঘদিন ধরে কুবি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার পাশাপাশি কুবির উদ্যোক্তাদের নিয়েও কাজ করে চলেছে এই ক্লাবটি। এই ক্লাবের মূল লক্ষ্য হচ্ছে কুবির শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ রূপে গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখে ইএলডিসি বিওয়াইএলসি’র সাথে যুক্ত হয়ে দ্বিতীয়বারের মতো কুবিতে ক্যারিয়ার-এক্স প্রোগ্রাম নিয়ে আসে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখবে এলপিএল
পরবর্তী নিবন্ধকুবিতে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা