ইউজিসি থেকে ৫৯ কোটি টাকার বাজেট পেল কুবি

কুবি প্রতিনিধি
বুধবার, ১৮ মে ২০২২ | ৬:৩৪ অপরাহ্ণ

২০২২-২৩ অর্থবছরের ব্যয় নির্বাহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ৫৯ কোটি ২ লাখ টাকা বাজেট পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

সোমবার (১৬ মে) ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে ১৬২তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।

এবার দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আগামী ২০২২-২৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার ৫১৫ কোটি ৭১ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১০ হাজার ৪৪৪ কোটি চার লাখ টাকা এবং ইউজিসির জন্য ৭১ কোটি ৬৭ লাখ টাকা।

ইউজিসি থেকে ৫৯ কোটি টাকার বাজেট পেল কুবি

ইউজিসির দেওয়া বরাদ্দের সঙ্গে নিজস্ব আয় যুক্ত করে স্ব স্ব প্রতিষ্ঠানের কেন্দ্রীয় বাজেট প্রণয়ন করবে বিশ্ববিদ্যালয় গুলো। গতবছর (২০২১-২০২২) অর্থবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল ৫৭ কোটি ১ লক্ষ টাকা।

প্রিয় পাঠক, শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক সর্বশেষ আপডেট পেতে মুক্ত ক্যাম্পাসের ফেসবুক পেজে লাইক দিন। লিঙ্ক : https://www.facebook.com/Muktocampus

পূর্ববর্তী নিবন্ধকুবিতে ক্লাস শুরু ১৬ মে
পরবর্তী নিবন্ধউন্নত বাংলাদেশ গড়তে চাই দক্ষ তরুণ প্রজন্ম