আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু ১৬ জুন

এমসি রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ | ২:৫৪ অপরাহ্ণ
সৌদির সব আন্তর্জাতিক ফ্লাইট

করোনার প্রভাবে প্রায় ৮৬ দিন বন্ধ থাকার পর আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে ফ্লাইট। তবে কাতারের ভেতরে যাত্রী ঢুকতে পারবে না। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ।

আজ বৃহস্পতিবার (১১ জুন) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

করোনাভাইরাসের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এর পর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

স্বাস্থ্যবিধিসহ নানা শর্তে গত ১ জুন থেকে চালু হয় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল।

মুক্ত ক্যাম্পাস/এসএম

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১৮৭
পরবর্তী নিবন্ধমন্ত্রিসভায় বাজেট অনুমোদন