আদালতে হাজির করে মিন্নির রিমান্ড চাইবে পুলিশ

মুক্ত ক্যাম্পাস প্রতিবেদন
বুধবার, ১৭ জুলাই ২০১৯ | ১:০১ অপরাহ্ণ | 106 বার পঠিত

সারাদেশে আলোড়ন সৃষ্টিকরা রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে আজ আদালতে হাজির করবে পুলিশ।

বুধবার বেলা তিনটার দিকে তাকে বরগুনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নিকে তোলা হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. হূমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, মিন্নির বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। তবে কতোদিনের রিমান্ড চাইবে পুলিশ সে বিষয়ে কিছু জানাননি এই পুলিশ কর্মকর্তা।

রাত সাড়ে ৯টার দিকে এসপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, রিফাত হত্যায় মিন্নির সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসপি মারুফ হোসেন। বলেন, “আমরা মিন্নিকে জিজ্ঞাসাবাদ করেছি। সাক্ষি হিসেবে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

এর আগে সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি মাইঠা গ্রাম থেকে পুলিশ লাইনে আনা হয়। মামলার প্রধান সাক্ষি হিসেবে তার জবানবন্দি নেওয়া হয়। এসময় তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরকেও সঙ্গে নেওয়া হয়। মিন্নিকে গ্রেফতার দেখানোর পর রাতেই তার বাবাকে ছেড়ে দেয় পুলিশ।

মুক্ত ক্যাম্পাস/রানা

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির ফল জানা যাবে যেভাবে
পরবর্তী নিবন্ধইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট