আজও খুলনায় বাস চলাচল শুরু হয়নি

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ | ১১:৩২ পূর্বাহ্ণ | 122 বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর দাবি পূরণের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা।

এরপরও খুলনায় বৃহস্পতিবার বাস চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (আজ)সকালে খুলনা আন্তজেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

এ ব্যাপারে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জানান বাস শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, আলোচনা হয়েছে ট্রাক শ্রমিক ও মালিকদের সঙ্গে। তাই সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক ও চালকেরা।

আজ(বৃহস্পতিবার) ও আগামীকাল (শুক্রবার) ঢাকায় শ্রমিক ফেডারেশনের বৈঠক আছে, ওই বৈঠকেই মূলত পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত হবে বলে জানান নূরুল ইসলাম।

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে গত সোমবার থেকে বাস চালানো বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকেরা। তারা জানিয়েছেন, নতুন সড়ক আইনে বাস ও চালকের কাগজপত্র হালনাগাদ থাকতে হবে। কিন্তু বেশিরভাগ বাস ও চালকের তা নেই। এ কারণে মালিক ও চালকেরা ভয়ে বাস চালাচ্ছেন না।

তবে বাধ্য হয়ে অনেকেই ইজিবাইকে করে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষ।

মুক্ত ক্যাম্পাস/জেড আর

পূর্ববর্তী নিবন্ধইডেনে টেস্ট খেলা দেখতে যাবে প্রধানমন্ত্রী ও মাশরাফি
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল গ্রেটা থানবার্গ