প্রাণী বাঁচাতে হেলিকপ্টারে খাবার ফেলছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০ | ৭:২৫ অপরাহ্ণ
প্রাণী বাঁচাতে হেলিকপ্টারে খাবার ফেলছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার দাবানলে পুড়ে যাওয়া জঙ্গলে যেসব প্রাণী এখনও বেঁচে রয়েছে তাদের জন্য এবার খাবারের ব্যবস্থা করছে প্রশাসন। আকাশ থেকে তাদের জন্য খাবার ফেলা হচ্ছে হেলিকপ্টার থেকে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর নেটিজেনরা এই উদ্যোগের প্রশংসা করছেন। সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য সান। সংবাদমাধ্যম ‘নাইন নিউজ সিডনি’ তাদের টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি হেলিকপ্টারে প্রচুর গাজর তোলা হচ্ছে। তারপর সেই গাজর জঙ্গলের উপর গিয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে। ভিডিওতে কয়েকটি স্টিল ছবিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ছোট ক্যাঙ্গারু সেই গাজর খাচ্ছে। সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সরকার এখন পর্যন্ত প্রায় ২২০০ কেজি সবজি পৌঁছে দিয়েছে এভাবে। এই সবজির মধ্যে গাজর ছাড়াও রয়েছে মিষ্টি আলু। এগুলো ছড়িয়ে দেয়া হয়েছে, ক্যাপারট্রি এবং উলগান উপত্যকায়। এছাড়াও ইয়েঙ্গো ন্যাশনাল পার্ক, দ্য ক্যাঙ্গারু ভ্যালিসহ দাবানল আক্রান্ত বিভিন্ন এলাকায়।

দেশটির পরিবেশমন্ত্রী ম্যাট কেন ডেইলি মেইলকে জানিয়েছেন, আগুনে এই পশুর সব খাবার পুড়ে গেছে। তাই জঙ্গলের মধ্যে যে পশু রয়েছে তাদের জন্য এই খাবারের বন্দোবস্ত করা হয়েছে। বিষয়টির উপর তারা নজরও রাখছেন। সরকারের এ উদ্যোগ প্রচুর প্রশংসা পেয়েছে। তবে অনেকেই আবার আশঙ্কার কথা শুনিয়েছেন। তাদের মতে এই আলু, গাজর যদি সরাসরি কোনো পশুর মাথায় পড়ে তবে তারা চোটও পেতে পারে। সে দিকটিও ভেবে দেখা দরকার সরকারের। গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়া যে দাবানলে পুড়ছে, এই ভয়াবহতা অস্ট্রেলিয়ার জন্য নতুন। এই আগুনে কত যে প্রাণী মারা গেছে তার সঠিক সংখ্যা জানা না গেলেও সে সংখ্যা যে কয়েক কোটি পর্যন্ত হয়ে যেতে পারে সে ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গেছে। কেবল আগুন থেকে বেঁচে যাওয়াটাই বনের প্রাণীদের জন্য যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়। আগুন থেকে বাঁচার পর শুরু হয় তাদের খাবারের জন্য লড়াই। কারণ এমন অনেক তৃণভোজী প্রাণী আছে যাদের খাবারের পুরোটা পুড়েছে আগুনে। দেখা যাচ্ছে, অনেক অংশে আগুন নেভার পর খাওয়ার কিছু পাচ্ছে না সেখানকার প্রাণীরা। এরকম বিপদে থাকা প্রাণীদের মধ্যে অন্যতম হল ওয়ালিবিজ (ছোট এক ধরনের ক্যাঙ্গারু)।

ব্যর্থতার দায় স্বীকার মরিসনের : অস্ট্রেলিয়ার বিধ্বংসী দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন,‘মাঠ পর্যায়ে অনেককিছুই হয়ত আমি আরো ভালভাবে সামাল দিতে পারতাম।’ এবিসি টিভিতে এক সাক্ষাৎকারে মরিসন বলেন, দাবানল নিয়ন্ত্রণে তৎপরতার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি রয়াল কমিশন রিভিউ বা সরকারি তদন্তের ব্যবস্থা করতে চান তিনি। অস্ট্রেলিয়ার দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট সরকারি তৎপরতা না থাকা এবং জলবায়ু নীতির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। গত সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় চলতে থাকা দাবানলের কারণে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে হাজার হাজার বাড়ি। এ পরিস্থিতির মধ্যে হাওয়াইয়ে সপরিবারে ছুটি কাটানোর ঘটনায় প্রধানমন্ত্রী মরিসন গতবছর তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন।পরে দেশে ফিরে ক্ষমা চাওয়ার পরও বিভিন্ন রাজ্যে দাবানল আক্রান্ত এলাকা পরিদর্শনে গিয়ে মরিসন স্থানীয়দের তোপের মুখে পড়েন। দাবানল সামলাতে গিয়ে দমকলকর্মীদের ওপর যে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে তা স্বীকার করে নিয়ে মরিসন রোববার বলেছেন,দূর্যোগ মোকাবিলায় সরকারের আরো বেশি সরাসরি ভূমিকা নেওয়ার নতুন তাগিদ সৃষ্টি হয়েছে।

মুক্ত ক্যাম্পাসের সঙ্গে যুক্ত থাকতে এখানে ক্লিক করুন

মুক্ত ক্যাম্পাস/কেপি

পূর্ববর্তী নিবন্ধঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন রিট খারিজ
পরবর্তী নিবন্ধআবে’র হুশিয়ারি: ইরান যুদ্ধে ক্ষতি হবে বিশ্বের