অমর একুশে : শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা জ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ১:৪৪ পূর্বাহ্ণ | 305 বার পঠিত

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান।

এসময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমানউল্লাহ আমান সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে ভাষার দাবিতে মিছিল করেন। পুলিশ সেই মিছিলে গুলি চালায়। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার সহ অনেকেই। তাদের স্মরণেই দেশবাসী এই শহীদ মিনারের শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় মিনারের পাদদেশ।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/মিরহাজুল/জেডআর

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধঅমর একুশে : আজ আমার ফাগুন চলে যাবারও নয় মাস