অমর একুশে : শহীদ মিনারে ছাত্রলীগের শ্রদ্ধা জ্ঞাপন

মিরহাজুল ইসলাম শিবলী, ঢাবি
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০ | ১:৩৪ পূর্বাহ্ণ | 210 বার পঠিত

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি: মিরহাজুল ইসলাম শিবলী

প্রসঙ্গত, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে ভাষার দাবিতে মিছিল করেন। পুলিশ সেই মিছিলে গুলি চালায়। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার সহ অনেকেই। তাদের স্মরণেই দেশবাসী এই শহীদ মিনারের শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা-ভালোবাসার ফুলে ছেয়ে যায় মিনারের পাদদেশ।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/মিরহাজুল/জেডআর

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ের একুশের চেতনাকে তুলে ধরতে সড়কে আলপনা
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি