অধিভুক্ত সাত কলেজ: ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর

ঢাবি প্রতিনিধি:
বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | ৬:৫১ অপরাহ্ণ | 356 বার পঠিত
অধিভুক্ত সাত কলেজ: ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২২ নভেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে।

অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৪,০৯৪ জন। ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র ও আসন বন্টন নিম্নরুপ-

কেন্দ্র রোল নং অনুযায়ী-

ঢাকা কলেজ ৫০০০০০১ – ৫০০৪০০০

ইডেন মহিলা কলেজ ৫০০৪০০১ – ৫০১০৫০০

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ৫০১০৫০১ – ৫০১৩৮০০

কবি নজরুল সরকারি কলেজ ৫০১৩৮০১ – ৫০১৫৮০০

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ৫০১৫৮০১ – ৫০১৭৮০০

সরকারি বাঙলা কলেজ ৫০১৭৮০১ – ৫০২২০০০

আরও পড়ুন

সরকারি তিতুমীর কলেজ ৫০২২০০১ – ৫০২৫৫৫০

গার্হস্থ্য অর্থনীতি কলেজ (আজিমপুর) ৫০২৫৫৫১ – ৫০২৭৫৫০

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এড কলেজ ৫০২৭৫৫১ – ৫০২৯৫৫০

ওয়েস্ট ইন্ড হাই স্কুল ৫০২৯৫৫১ – ৫০৩০৫০০

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ৫০৩০৫০১ – ৫০৩৪০৯৪

উল্লেখ্য, উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ২০১৭ সালে ফেব্রুয়ারিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি সাতটি কলেজ হল- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

২০১৪ সালের শেষদিকে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৭৯টি সরকারি কলেজকে বিভাগীয় পর্যায়ের পুরনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
পরের বছর ৫ অগাস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে এক বৈঠকে সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতে তাগিদ দেন প্রধানমন্ত্রী। তবে বেসরকারি কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই থাকবে বলে সে সময় জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেশনজট কমাতে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ঘোষণা করে। কিন্তু এই ‘ক্র্যাশ প্রোগ্রামের’ মাধ্যমে দ্রুত পরীক্ষা হলেও ঠিকমতো ক্লাস না হওয়ার অভিযোগ রয়েছে। ‘ক্র্যাশ প্রোগ্রাম’সহ বিভিন্ন কারণে সরকারি কলেজগুলোকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার কাজের গতি কমে যায়। এর মধ্যে গত বছরের জুলাইয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় তাগিদ দেয়।
বর্তমানে দেশে স্নাতক পর্যায়ের মোট শিক্ষার্থীর প্রায় অর্ধেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজারের বেশি কলেজে পড়ছেন। এগুলোতে মোট শিক্ষার্থী প্রায় ২১ লাখ। সরকারি প্রায় ২০০ ও বেসরকারি প্রায় ৫০০ কলেজে স্নাতক (সম্মান) পড়ানো হয়।

মুক্ত ক্যাম্পাস/শোয়াইব/এমআর

পূর্ববর্তী নিবন্ধরাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন
পরবর্তী নিবন্ধবিএনপি এখন গুজবের দল, তারা শুধু শুধু গুজব ছড়ায়: কাদের