অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মাশরাফির

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০ | ৪:৩১ অপরাহ্ণ

অধিনায়কত্ব ছাড়লেন নড়াইল এক্সপ্রেস হিসেবে খ্যাত মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শেষ ম্যাচ খেলবেন তিনি। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।

৬ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে অধিনায়কত্বের ইতি টানবেন মাশরাফি। তবে অধিনায়কত্ব ছাড়লেও এখনই ক্রিকেট থেকে তিনি অবসরে যাচ্ছেন না।

এ বিষয়ে মাশরাফি বলেন, অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটিই হবে আমার শেষ ম্যাচ। তবে জাতীয় দলে আমি খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করবো। আজ সকালে আমি সিদ্ধান্তটি নিয়েছি। আমার পেশাদারিত্বের জায়গা থেকে এই সিদ্ধান্ত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন থেকে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে বিসিবি। নতুন অধিনায়ককে এখন থেকে গড়ে তুলতে চাচ্ছে। বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।

সংবাদ সম্মেলন কক্ষে এসে চেয়ারে বসার পর প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই মাশরাফি নিজ থেকে বলে ওঠেন, ‘সবাইকে ধন্যবাদ। আমি কিছু কথা বলতে চাই। অধিনায়ক হিসেবে কালকেই আমার শেষ ম্যাচ। এত লম্বা সময় আমার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ধন্যবাদ জানাই আমার সাথে যত খেলোয়াড় খেলেছে তাদেরকে। আমি নিশ্চিত মাঝের সময়টা এত সহজ ছিলো না, গত ৫-৬ বছরের যাত্রাটা। আমি ধন্যবাদ জানাই টিম ম্যানেজম্যান্টকে, যাদের অধীনে আমি খেলেছি। তারা সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে।’

অধিনায়কত্ব শুরুর সময়টার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার অধিনায়কত্ব শুরু হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহেকে দিয়ে। এর আগেও পেয়েছিলাম; কিন্তু ইনজুরির কারণে সেভাবে করতে পারিনি। হাথুরুসিংহেকে দিয়েই শুরু এরপর খালেদ মাহমুদ সুজন, স্টিভ রোডস আর (রাসেল) ডোমিঙ্গো…, নির্বাচক ও বোর্ডের কর্মকর্তা যারা আছেন, বোর্ডের প্রতিটি স্টাফ, সবাইকে ধন্যবাদ সহযোহিতার জন্য। মিডিয়ার যারা আছেন, সবাই সহযোগিতা করেছেন। আপনাদের ধন্যবাদ জানাই। সবশেষে সমর্থকেরা, যারা বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। আপনাদের সমর্থন ছাড়া সম্ভব হতো না (এতদুর আসা)।’

এরপর সঙ্গে করে আনা লিখিত বক্তব্য পড়ে শোনান মাশরাফি, ‘আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটি অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। খেলোয়াড় হিসেবে আমি চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার, যদি সুযোগ আসে। শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য।’

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধটিস্যু বক্সে বঙ্গবন্ধুর ছবি, জড়িতদের শাস্তি পেতে হবে: শিক্ষাউপমন্ত্রী
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে ৩২টি প্রাচীন মুদ্রা উদ্ধার