অতিরিক্ত সচিব হলেন ১৫৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯ | ১২:৩৬ পূর্বাহ্ণ

১৫৬ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের পদোন্নতি দিয়ে বুধবার সন্ধায় প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়ম অনুযায়ী পরবর্তী পদায়নের জন্য এসব কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

কর্মকর্তারা জানান, প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তার তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ১৫৬ জনকে পদোন্নতির জন্য বিবেচনা করে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১১তম ব্যাচের তদূর্ধ্ব ৩২ জন কর্মকর্তা রয়েছেন, যারা ইতিপূর্বে পদোন্নতি বঞ্চিত ছিলেন। এছাড়া সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর পিএস কামরুল হাসানকে হবিগঞ্জ ও মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব আশরাফুল আলমকে মাগুরা জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধবেরোবির ইংরেজি বিভাগে ভার্চুয়াল ক্লাস রুম উদ্বোধন
পরবর্তী নিবন্ধ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন শিরিন শিলা