অতিরিক্ত দামে লবণ বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ | ৬:২৭ অপরাহ্ণ | 116 বার পঠিত
অতিরিক্ত দামে লবণ বিক্রি

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় অতিরিক্ত দামে ক্রেতার কাছে লবণ বিক্রি দায়ে মো. জহুরুল ইসলাম (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জহুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুড়িয়া গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে ও কামারখন্দ উপজেলা জামতৈল বাজারের মুদি ব্যবসায়ী।

মঙ্গলবার (১৯নভেম্বর) বিকেলে উপজেলার জামতৈল বাজারে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় এক ক্রেতার কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে লবণ বিক্রির দায়ে এক মুদি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক চল্লিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭দিনের কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম জানান, বাংলাদেশে লবণের মূল্য বৃদ্ধির ঘটনা ঘটেনি। অসাধু কিছু ব্যবসায়ী লবনের মূল্য বৃদ্ধি করে অধিক মূল্যে বিক্রি করছে। যারা এরকম করছে তাদেরকে কঠোর মনিটরিং এর মাধ্যমে আইনের আওতায় আনা হবে। একই সাথে চলমান অভিযান অব্যাহত থাকবে।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরে বিদ্যুৎ গ্রাহকদের অতিরিক্ত টাকা ফেরত দিল দালাল
পরবর্তী নিবন্ধপূর্ব ঘোষিত সময়েই হবে যবিপ্রবির ভর্তি পরীক্ষা