অতঃপর তুমি

ফজলুল পলাশ
বুধবার, ২২ এপ্রিল ২০২০ | ৪:৫৩ অপরাহ্ণ | 178 বার পঠিত
অতঃপর তুমি

তুমি বরং স্মৃতির চারাগাছটা উপড়েই ফেলো
মহিরুহ হবার সুযোগটা তাকে একদম দিও না!

আমায়, ঘৃণাকর,
ভালোবাসার অপরাধটুকুও ক্ষমা করে দাও।

তুমি বরং এলোচুলে স্বপ্ন উড়াও
খোঁপায় গোঁজা হাসনুহেনা ছুড়ে ফেলে দিয়ে- খিলখিলিয়ে হাসো!

তুমি বরং অচেনা তুমি হয়ে উঠো
প্রথম ভালোবাসার তুমিটি থেকো-না!

তুমি বরং ভালোবাসার চূড়ান্ত অপমান করে
ঐ নির্লিপ্ত ঠোঁট জোড়া নিয়ে পালিয়ে বাঁচো!

তুমি বরং অভিমান করে গাল ফুলিয়ে থেকো না
রাগ দেখিয়ে নিজেকে গুটিয়ে নাও!

তুমি বরং আর সেই তুমিটি থেকো না!
পুরোপুরি অন্য তুমি হয়ে যাও।

কবি- ফজলুল পলাশ
সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আমাদের সাথে ফেসবুক পেজে কানেক্ট থাকুন: মুক্তক্যাম্পাস

মুক্ত ক্যাম্পাস/এসকে

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভেন্টিলেটরসহ আইসিইউ চালু কাল
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদেরকে কৃষকদের ধান কেটে দেওয়ার আহ্বান যবিপ্রবি উপাচার্যের