অগোছালো নয়, সুসজ্জিত রাখতে হবে প্রাক প্রাথমিকের শ্রেণীকক্ষ

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | ৩:২৯ অপরাহ্ণ | 155 বার পঠিত

অগোছালো নয়, সুসজ্জিত রাখতে হবে প্রাক প্রাথমিকের শ্রেণিকক্ষ। এমন নির্দেশনা ২০১৪ সালেই দেওয়া হয়েছিল। কিন্তু অনেকেই এ নিদের্শনা মানছেন না। তবে এখন থেকে ওই নিদের্শনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন বলেছিলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আকর্ষণীয় করে তুলতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার আলোকে প্রাক প্রাথমিক শিক্ষা স্তরকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছে।

মুক্ত ক্যাম্পাস/টিআর

পূর্ববর্তী নিবন্ধবরগুনার রিফাত হত্যায় চার্জ শীট গঠন ২৮ নভেম্বর
পরবর্তী নিবন্ধধর্মঘটে চালের বাজারে প্রভাব পড়বে না : খাদ্যমন্ত্রী